Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

=============================================================================================

mail মানবসম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থান প্রশিক্ষক ক্যালেন্ডার ও প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৫-২০১৬ অর্থ বছরে তিনজনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ঢাকা ও ঝিনাইদহ হতে।

mail দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিঃ আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলমান আছে এ পর্যন্ত ১৫৩-জন নারীকে ১৯৬৫০০০/= টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করে আত্মনির্ভরশীল করা হয়েছে।

mail আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষাঃ

*  ভিজিডি

*  মাতৃত্বকালভাতা

*  ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী

*  স্বেচ্ছাসেবী মহিলা সমিতি


enlightenedভিজিডিঃ ভিজিডি কর্মসূচীর আওতায়-২০১৭-২০১৮ ভিজিডি চক্রে মোট ২৩৮২ জন উপকারভোগীকে প্রতিমসে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। চুক্তিবদ্ধ এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ভিজিডি উপজার ভোগীদের কাছ থেকে ২০০ টাকা সঞ্চয় সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের যৌথ স্বাক্ষরে পরিচালিত ব্যাংক একাউন্ট রাখা হয়। যা পরবর্তীতে চক্র শেষে ফেরত প্রদান করা হয়। এনজিও প্রশিক্ষকদের পারফরমেন্স, প্রশিক্ষণ মূল্যায়ন করা হয়।

 

enlightenedমাতৃত্বকাল ভাতাঃ দরিদ্র মা'র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ১১০৬ জনসহ ২০১৭-১৮ অর্থবছরে ৪২০ জন ভাতাভোগীকে প্রতিমাসে ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। এদের ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে। চুক্তিবদ্ধ এনজিওর মাধ্যমে এদেরকে বিভিন্ন সচেতনতা এবং উন্নয়ন কর্মকান্ড মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

enlightenedল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীঃ ২০১৬-১৭ অর্থ বছরে ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের ৪০ জন করে মোট ৩৬০ জন কর্মজীবী দুগ্ধদানকারী মাকে প্রতিমাসে ৫০০টাকা করে ভাতা প্রদান করা হয়। উপকার ভোগীদের ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে। চুক্তিবদ্ধ এনজিওর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সচেতনতা বিভিন্ন আয় বর্ধক প্রশিক্ষণ প্রদানকরা হয়। উপকারভোগী মা'দের ও তাদের বাচ্চাদের স্বাস্থ্য রক্ষায় হেল্ফকলাম পরিচালনা করা এবং তাদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

 

enlightenedস্বেচ্ছাসেবী মহিলা সমিতিঃ

=== বর্তমানে নিবন্ধনকৃত সমিতির সংখ্যা=৩১টি

=== সক্রিয়১৩টি, নিক্রিয়১৮টি

=== ২০১৬-১৭ অর্থ বছরে অনুদান প্রাপ্ত সমিতি ৪টি।